আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলোর সংগঠন জি-২০-এর শীর্ষ সম্মেলন। আর অনুষ্ঠিতব্য এ সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে জানিয়েছে ক্রেমলিন। খবর রয়টার্স ও আল-আজিরার।
ক্রেমলিন জানিয়েছে, ভারতে যাচ্ছেন না পুতিন। আপাতত ইউক্রেনে সামরিক অভিযান তদারকিতে ব্যস্ত তিনি।
সংবাদ সম্মেলনে পুতিনের যোগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ওই সময় জরুরি সামরিক সক্রিয়তার কারণেই প্রেসিডেন্ট পুতিন শারীরিকভাবে জি-২০ শীর্ষ সম্মেলনে হাজির থাকতে পারবেন না।
তবে সশরীর হাজির না হলেও রুশ প্রেডিসেন্ট ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জি-২০ শীর্ষ বৈঠকে বক্তৃতা করতে পারেন বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ।
জানা গেছে, এবার ভারতের নয়াদিল্লিতে আগামী ৯ থেকে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ সম্মেলনে বাংলাদেশসহ ৯টি অতিথি দেশ অংশ নেবে। এ সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, স্পেন, নাইজেরিয়া, নেদারল্যান্ডস, ওমান, মিসর, মরিশাস সম্মেলনে যোগ দেবে। এ সম্মেলন উপলক্ষে ভারতে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলন অনুষ্ঠানের বাইরে বিশ্বনেতাদের সঙ্গে তার ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ ও কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোও এ সম্মেলনে অংশ নেবেন।
উল্লেখ্য, চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) শীর্ষ সম্মেলনেও যোগ দেননি পুতিন।
ছবি-ইন্টারনেট থেকে সংগৃহীত।