আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে একটি করোনা হাসপাতালে আগুন লেগে অন্তত ৫ জন মারা গেছে।
গতকাল শনিবার রায়পুরের রাজধানী হসপিটালে এ ঘটনা ঘটে। হাসপাতালে থাকা অন্যান্য রোগীদের আরেকটি হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা তারকেশ্বর প্যাটেল জানিয়েছেন, এ ঘটনায় আগুনে পুড়ে একজন এবং শ্বাসকষ্টে বাকিদের মৃত্যু হয়েছে। হাসপাতালের একটি ফ্যানে শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে পরে তা অন্যান্য ওয়ার্ডে ছড়িয়ে পড়ে।
এদিকে, অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল।নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ ভারতীয় রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত সপ্তাহেই ভারতের নাগপুরে একটি করোনা হাসপাতালে আগুন লেগে ৪জন মারা গিয়েছিল। সুত্রঃ এনডি টিভি।
ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর/এমআরবি