আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিবেশী দেশ ভারতের পাঞ্জাবের একটি আদালতে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজ্যের লুধিয়ানা জেলা আদালতের শৌচালয়ে এ বিস্ফোরণ ঘটে।
ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, বিস্ফোরণের তীব্রতা এতোটাই বিশাল ছিল যে বাথরুমের দেয়াল এবং আশপাশের কক্ষের জানালার কাঁচ ভেঙে গেছে। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। কারা এবং কী কারণে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
এদিকে পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এক টুইট বার্তায় জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনাটি পাকিস্তান সমর্থিত একটি গোষ্ঠীর হাত থাকতে পারে।
সূত্র: আনন্দবাজার, এনডিটিভি।