ভারতের মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অ্যাপল প্রথম স্টোর উদ্বোধন করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে এ স্টোরের উদ্বোধন করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
এ সময় টিম কুক বলেন, মুম্বাইয়ের শক্তি, সৃজনশীলতা এবং আবেগ অবিশ্বাস্য! এখানে স্টোর খুলতে পেরে আমরা খুবই উত্তেজিত- ভারতে এটি আমাদের প্রথম স্টোর।
মুম্বাই ছাড়াও আগামী ২০ এপ্রিল দিল্লিতে আরও একটি রিটেইল স্টোর খুলবে মার্কিন প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী জায়ান্ট অ্যাপল।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অ্যাপল জানিয়েছে, দুটি স্টোরই স্থানীয় চিন্তাধারা অনুসারে ডিজাইন করা হয়েছে। পুরো স্টোরটি সম্পূর্ণ কার্বন ফ্রি, ১০০ শতাংশ রিনিউবেল এনার্জি দ্বারা পরিচালিত হবে।
মুম্বাইয়ের এই স্টোরে গ্রাহকরা অ্যাপলের এক্সক্লুসিভ পণ্য কিনতে পারবেন- যেমন আইফোন, ম্যাকবুক। পাশাপাশি এই ডিভাইসগুলো কীভাবে ব্যবহার করতে হয়, প্রোডাক্ট সম্পর্কিত তথ্যসহ আরও বিভিন্ন তথ্য খোঁজ নিতে পারবেন। নতুন ডিভাইস কেনার পর তাতে কোনো যান্ত্রিক ত্রুটি হলে সে বিষয়ে গ্রাহকদের সাহায্য করবেন স্টোরের কর্মচারীরা।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন