ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলায় একটি প্রাইভেট বাস ২০০ মিটার গভীর খাদে পড়ে ৩২ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জেলাটির বানজার সাব-ডিভিশনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
জেলা প্রশাসনের একটি দল এবং জেলাটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চিকিৎসকদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করে।
গণমাধ্যমটি জানায়, দুর্ঘটনার শিকার বাসটি থেকে অনেক জনকে বের করে একাধিক অ্যাম্বুলেন্স এবং স্থানীয় যানবাহনে করে দ্রুত একটি হাসপাতালে নেয়া হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিমাচল প্রদেশের এই হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, কুল্লুতে বাস দুর্ঘটনায় আমি খুবই দুঃখিত।
তিনি আরও বলেন, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আশা করি আহতরা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। হিমাচল প্রদেশ সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।
রাজ্যটির মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর আহতদের চিকিৎসার জন্য সম্ভাব্য সব ধরনের সুযোগ-সুবিধা সরবরাহের আহ্বান জানিয়েছেন প্রশাসনকে।
তিনি জানান, এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য একটি ম্যাজিস্টেরিয়াল তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
কুল্লু জেলা প্রশাসন এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে তাৎক্ষণিক সহযোগিতা হিসেবে ৫০ হাজার রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছে।
সুত্র : আর টি ভি