লোকসভা আসনের বিবেচনায় ভারতের দ্বিতীয় শীর্ষ গুরুত্বপূর্ণ রাজ্য মহারাষ্ট্রে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালয়েন্সে (এনডিএ) ও বিরোধীদলীয় ইন্ডিয়া জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
বিশ্বের বৃহত্তম সংসদীয় গণতন্ত্রের দেশ ভারত। দেশটির ১৮তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ সাত দফায় সম্পন্ন হয়েছে। ম্যারাথন এই ভোট শুরু হয়েছে ১৯ এপ্রিল, শেষ হয় ১ জুন। এবারের লোকসভা নির্বাচন শুরু ভারতের নয়, বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচন। এতে ভোটার সংখ্যা ছিল প্রায় ৯৭ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার ১২ শতাংশ। মঙ্গলবার (৪ জুন) ফলাফল প্রকাশের পালা। এদিনই জানা যাবে কেন্দ্রের গদিতে কোন দলকে বসালো জনগণ—আবারও বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ জোট নাকি ইন্ডিয়া জোট।
কেরালায় এগিয়ে কংগ্রেসের থারুর
কেরালার তিরুবনন্তপুরম লোকসভা আসনের দৌড়ে বিজেপির রাজীব চন্দ্রশেখরকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর। এই আসনে তিনি টানা তিনটি মেয়াদে জিতেছেন।
উত্তরপ্রদেশে এনডিএ-কে পেছনে ফেলে এগিয়ে গেলো ইন্ডিয়া
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে, উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বর্তমানে ৩৪টি আসন পেয়েছে। এর মধ্যে বিজেপি পেয়েছে ৩২টি ও আরএলডি পেয়েছে দুটি। এদিকে ৪৫টি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। এর মধ্যে এসপি পেয়েছে ৩৬টি এবং কংগ্রেস নয়টি।
মোদির এনডিএ ২৯৭ আসনে এগিয়ে
নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এখন পর্যন্ত ২৯৭ আসনে এগিয়ে রয়েছে। আর বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে ২০৮ আসন।
ভোট গণনার শুরুতেই এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ
প্রাথমিক ভোট গণনায় এরই মধ্যে এগিয়ে রয়েছে এনডিএ। এনডিটিভির খবরে বলা হয়েছে, শুরুতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৭২ আসনে এগিয়ে আছে। আর ইন্ডিয়া জোট পেয়েছে ১৭৮ আসন।
ভারতে ম্যারাথন লোকসভা নির্বাচনে ভোট গণনা চলছে
ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। স্থানীয় সময় মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়। প্রথমেই গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালট।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম