চেন্নাইয়ে বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া দিবারাত্রির এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে স্বাগতিক ভারত।
ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচটিকে বিশ্বকাপের এ আসরের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে টানটান উত্তেজনা দুই পক্ষের দর্শকদের।
গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে পরিসংখ্যান এগিয়ে রাখছে অস্ট্রেলিয়াকে। দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় অস্ট্রেলিয়া জিতেছে তিনটিতে। আর ভারত জয় নিয়ে মাঠ ছাড়ে দুই ম্যাচে।
পরিসংখ্যান অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখলেও ঘরের মাঠে কন্ডিশনের সুবিধা বেশি পাওয়ারই কথা ভারতের, তবে এসব আলোচনা ছাপিয়ে দুই দলের ব্যবধান গড়ে দেবে মাঠের পারফরম্যান্স।
ভারত একাদশ: রোহিত শর্মা, ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, ম্যারনাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, প্যাট কামিনস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম