টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের ব্যবধানে বিধ্বস্ত হয়ে আসর থেকে বিদায় হয়েছে ভারত। অথচ সেমির আগে দুর্দান্ত খেলা দেখানো ভারতকেই ইংলিশদের বিরুদ্ধে জয়ের দাবিদার বলা হচ্ছিল।
আগামী রোববার (১৩ নভেম্বর) মেলবোর্নের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। দুই দলই একবার করে বিশ্বকাপ ঘরে তুলেছে। পাকিস্তান ২০০৯ সালে এবং ইংল্যান্ড ২০১০ সালে বিশ্বকাপ ঘরে তোলে।
এবার যে দল ফাইনালে জয় পাবে তাদেরই হবে এটি দ্বিতীয় শিরোপা। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে শিরোপা জয়ের অধিকারী হবে।
ইংল্যান্ডের কাছে ভারতের এমন হারের পর সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সাপোর্টারদের আক্রমণের শিকার হচ্ছে ভারতীয়রা। এর অবশ্য যথেষ্ট কারণও আছে। বিশ্বকাপের শুরুতে প্রথম দুই ম্যাচে ভারত ও জিম্বাবুয়ের কাছে হারের পর ভারতীয়রা পাকিস্তানকে বাদই দিয়ে দেয়। তার পাকিস্তানীদের উদ্দেশ্যে বলে দেশের টিকিট কিনতে।
এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়কে ভারতের সাবেক ক্রিকেটার অমিত মিশরা দেখেছিলেন আপসেট হিসেবে। যার জন্য ভারতের হারের পরে সবচেয়ে বেশি আক্রমণের শিকার হতে হয় তাকে।
ভারতে এমন হারের পর সোশ্যাল মিডিয়ায় টুইট করে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির দিন মনে করিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শাহবাজ শরীফ নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন, সুতরাং, এই রোববার, এটি হলো। সেই সঙ্গে তিনি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে ভারতের বিপক্ষে পাকিস্তান স্কোর ১৫২/০ এবং আজকের ম্যাচে ইংল্যান্ডের স্কোর ১৭০/০ যুক্ত করে পোস্ট করেন।
So, this Sunday, it’s:
152/0 vs 170/0
🇵🇰 🇬🇧 #T20WorldCup
— Shehbaz Sharif (@CMShehbaz) November 10, 2022
উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেডের ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। আগে ব্যাট করে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার হাফসেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে ভারত। জবাবে ইংল্যান্ড অ্যালেক্স হেলস ও জস বাটলারের জুটিতেই কোনও উইকেট না হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। বাটলার ৮০ ও হেলস ৮৬ রানে অপরাজিত থাকেন।