বুধবার ভারতের ইতিহাসে অন্যতম সাফল্যের দিন। এদিন চন্দ্রযান ৩-এর সফল অবতরণ সারা ভারতের মানুষকে গর্বিত করেছে।
বলিউড থেকে সাধারণ মানুষ চন্দ্রযান ৩ এর সাফল্যের জন্য ইসরোকেও প্রশংসায় ভরাচ্ছেন সকলে। তবে এরই মধ্যে বিপাকে পড়েছেন অভিনেতা প্রকাশ রাজ। চন্দ্রাভিযান সম্পর্কে সামাজিক মাধ্যমে একটি কার্টুন শেয়ার করেছিলেন প্রকাশ রাজ। যাতে এক ব্যক্তিকে পেয়ালায় চা ঢালতে দেখা যাচ্ছে।
কার্টুনটি শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘ব্রেকিং নিউজ- বিক্রম ল্যান্ডারের চাঁদ থেকে পাঠানো প্রথম ছবি।’ প্রকাশের এমন কার্টুন শেয়ার করার পরপরই তোলপাড় শুরু হয় সামাজিক মাধ্যমে। অভিনেতার সমালোচনায় সরব হন অনেকে। তীব্র কটাক্ষ করে অনেকে লিখেছেন, ‘এই সময়টা ব্যঙ্গ, বিদ্রুপ বা ভেদাভেদের নয়। বরং একসঙ্গে প্রার্থনা করার।’
তবে প্রকাশের এমন আচরণে খেপেছেন ভারতের হিন্দু সংগঠনের নেতাকর্মীরা। এমনকি অভিনেতার ভক্ত অনুরাগীরাও নিন্দা জানাচ্ছেন। অভিনেতার বিরুদ্ধে কর্ণাটকের থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুসারে জানা গেছে, বাগালকোট জেলার বানাহাট্টি থানায় অভিনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে হিন্দু সংগঠনের কিছু সদস্য।
এদিকে তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে নিজের শেয়ার করা কার্টুনের পক্ষে নিজের বক্তব্য জানিয়েছেন প্রকাশ রাজ। টুইটারে প্রকাশ লিখেছেন, “ঘৃণাভরা চোখ শুধু ঘৃণাই দেখতে পায়। আমি আর্মস্ট্রংয়ের সময়ের একটা জোক রেফার করেছিলাম আমাদের কেরালার চাওয়ালাদের জন্য। কিন্তু নিন্দুকরা কোন চাওয়ালাকে দেখতে পেলেন? আপনি যদি রসিকতা না নিতে পারেন তাহলে আপনি নিজেই হাসির পাত্র। চিন্তাভাবনার পরিসর বাড়ান।”
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম