চীন কোনোভাবেই ভারতের লাদাখ সীমান্তের প্যাংগং লেকের কাছে গ্রিন টপ নামের পাহাড় চূড়া থেকে সেনা সরাতে রাজি নয়। কৌশলগতভাবে ওই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেখান থেকে প্যাংগং লেক সংলগ্ন এলাকায় ভারতীয় সেনাদের গতিবিধির ওপরে নজর রাখতে পারছে চীন। ফলে ওই এলাকাটির দখলদারি ছাড়তে নারাজ তারা।
সোমবার ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্য কমান্ডার স্তরে পঞ্চম দফার বৈঠক শেষ হয়েছে। তবে বৈঠকে হাজির চীনের প্রতিনিধিরা গ্রিন টপ থেকে তাদের সেনাবাহিনী সরানোর বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে রাজি হয়নি।
জানা গেছে, প্যাংগং লেকের উত্তর দিকে প্রায় ৫ হাজার মিটার উচ্চতায় ঝোপ ঝাড়ে ঘেরা ওই পাহাড় চূড়া দখল করে রেখেছে চীন। পূর্ব লাদাখে এখন পর্যন্ত যে কয়টি জায়গার দখলদারি নিয়ে চীন এবং ভারতীয় সেনার মধ্যে মতবিরোধ রয়েছে, তার মধ্যে গ্রিন টপ অন্যতম।
ভারতীয় সেনা কর্মকর্তাদের অভিযোগ, গ্রিন টপ থেকে সহজেই প্যাংগং লেকের কাছে ধন সিং পোস্টের ওপরে নজরদারি চালাতে পারছে চীন। সেখান থেকেই প্যাংগং লেকের আশেপাশে মোতায়েন বাহিনীর জন্য ভারতীয় সেনার লজিস্টিক হাব রয়েছে। ফলে গ্রিন টপ দখল করে রাখলে ভারতীয় সেনাদের গতিবিধির ওপরে নজরদারি চালানো সহজ হবে তাদের জন্য।
বৈঠকে চীনের সেনা কর্মকর্তারা যুক্তি দেন যে, ওই অঞ্চলে পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা তৈরি করে প্রকৃত নিয়ন্ত্রণরেখার স্থিতিশীলতা ভঙ্গ করেছে ভারত। তাই গ্রিন টপ দখল করে রাখাও তাদের জন্য যুক্তিযুক্ত। তবে চীনের এই যুক্তি মানতে নারাজ ভারত। দেশটির দাবি, পরিকাঠামো উন্নয়নে যেসব কাজ করা হচ্ছে সেগুলো নিজেদের ভূখণ্ডেই করছে তারা। সূত্রঃ নিউজ ১৮।