ভারতীয় দলের কোচ হিসেবে আর থাকতে চাইছেন না রাহুল দ্রাবিড়। ইতোমধ্যেই ভারতীয় বোর্ডের সাথে তার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু তিনি ওই চুক্তি বাড়াতে নারাজ।
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) একাধিক সূত্র জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালের ম্যাচটি হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের শেষ ম্যাচ এবং সাবেক হেড কোচ নিজের সিদ্ধান্তের কথা ইতোমধ্যেই জানিয়েছেন বোর্ডকে। তার পরিবর্তে এবার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিবেন সাবেক ভারতীয় তারকা ভিভিএস লক্ষ্মণ। বিশ্বকাপ পর্যন্ত রাহুল দ্রাবিড়ের চুক্তি ছিল। তিনি ওই চুক্তি আর বাড়াতে চাইছেন না।
বিশ্বকাপ-জুড়ে ভালো খেলে ‘তীরে এসে তরী ডুবেছে’ ভারতের। আমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে পরাজিত হন রোহিত শর্মারা। ওই হারে হতাশায় ভুগছে দল। এবার তারই মাঝে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন রাহুল দ্রাবিড়। হেড কোচের পদে আর থাকতে চাইছেন না তিনি।
এক বিসিসিআই সূত্রের বক্তব্য, ‘এই পদের জন্য বেশ আগ্রহ দেখিয়েছেন লক্ষ্মণ। বিশ্বকাপ চলাকালীন তিনি আমদাবাদে গিয়ে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে এই বিষয়ে আলোচনাও করেছিলেন। খুব শিগগিরই তিনি একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করবেন এবং দলের সাথে দক্ষিণ আফ্রিকা যাবেন স্থায়ী কোচ হিসেবে।’
আরো জানা যায়, ‘হেড কোচ পদ থেকে ইস্তফা দেয়ার কথা ইতোমধ্যেই রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন বোর্ডকে। তিনি এনসিএ-তে যেই ভূমিকায় আগে ছিলেন, তাতেই তিনি খুশি। কারণ এর সুবাদে তিনি নিজের শহর বেঙ্গালুরুতে থাকার সুযোগ পাবেন। তিনি মাঝে মধ্যেই কোচিং দেবেন, তবে ফুল-টাইম কোচ আর থাকবেন না।’
এছাড়াও বোর্ডের আরো একটি সূত্র মারফত জানা গেছে, রাহুল দ্রাবিড় আরো একটি আইপিএল দলের সাথে কথা বলেছেন দু’বছরের একটি চুক্তি নিয়ে।
ওই সূত্রের বক্তব্য, ‘আমাদের কাছে যা খবর এসেছে তাতে আমরা জানতে পেরেছি রাহুল দ্রাবিড় একটি আইপিএল টিমের সাথে কথা বলছেন। তাদের সাথে তিনি হয়তো দু’বছরের একটি চুক্তিতে যেতে পারেন।’
হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে টিম ইন্ডিয়া একটি তরুণ ব্রিগেড গড়তে সফল হয়েছে। বিশ্বকাপ-জুড়ে এই তরুণ ব্রিগেড ভালো পারফর্ম করলেও শেষ পর্যন্ত ফাইনালে জিততে পারেনি। এবার দেখার বিষয় কী ভূমিকায় দেখা যাবে রাহুল দ্রাবিড়কে আগামী দিনে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম