ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।এতে জয়ের জন্য ভারতকে ১৪৫ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।
এ ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন লিটন দাস। তার ইনিংসটি সাজানো ৭ চারে। ৫১ রান আসে জাকির হাসানের ব্যাট থেকে। নুরুল হাসানের উইলো থেকে আসে ৩১ রান। আর সমান ৩১ করে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের হয়ে অক্ষর প্যাটেল শিকার করেন ৩ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন এবং মোহাম্মদ সিরাজ তুলে নেন ২টি করে উইকেট।
চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে সূচনাতেই ধাক্কা খেয়েছে ভারত। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেটে ২৯ রান করেছে সফরকারীরা। শুরুতেই লোকেশ রাহুলকে তুলে নেন সাকিব আল হাসান।
খানিক পর চেতশ্বর পূজারাকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। সেই রেশ না কাটতেই শুভমান গিলকে বিদায় করেন তিনি। এতে চাপে পড়ে টিম ইন্ডিয়া। অক্ষর প্যাটেল ও বিরাট কোহলি এখন ব্যাট করছেন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২২৭ রান করে বাংলাদেশ। দলের সর্বোচ্চ ৮৪ রান করেন দ্য পয়েট অব ডায়নামো মুমিনুল হক।জবাবে ৩১৪ রান করে ভারত। তাদের রিশভ প্যান্ট ৯৩ এবং শ্রেয়াস আইয়ার করেন ৮৭ রান।