বরগুনার তালতলীতে নিশানবাড়িয়া ইউনিয়নের অধিকাংশ এলাকায় ভয়াবহ ভাঙন প্রতিরোধে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। ত্রাণ চাই না, স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এমন দাবি করেন ভুক্তভোগীরা।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে ওয়াটার কিপার্স বাংলাদেশ এর আয়োজনে উপজেলার তেতুলবাড়িয়ার ভাঙনের শিকার নারী-পুরুষ,ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উপজেলা রেডক্রিসেন্টের টিম লিডার মো.আলতাফ হোসেনের সভাপত্বিতে ও ওয়াটার কিপার্স বাংলাদেশ এর তালতলীর সমন্বয়ক আরিফ রহমানের সঞ্চলানায় মানববন্ধনে বক্তব্য দেন ভাঙ্গন কবলিত এলাকার ভুক্তভোগীরা।
বক্তারা বলেন, গত কয়েক বছর ধরে পায়রা নদীর অব্যাহত ভাঙনে উপজেলার তেতুলবাড়িয়া, নলবুনিয়া, জয়ালভাংগা
*** আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৪৮ | শুক্রবার ***
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি