বাংলাদেশের সিনেমা জগতের আলোচিত নাম অপু বিশ্বাস। দীর্ঘ দেড় যুগ ধরে সিনেমায় কাজ করছেন তিনি। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন এই নায়িকা।
বাঙালি নারীর প্রধান পোশাক শাড়ি। এই ছবির গল্পটা শাড়ি ও তার কারিগরদের নিয়ে। সেই সঙ্গে লাল ভালোবাসার প্রতীক। আর ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্পন্ন হয় না। তাই ছবির জন্য ‘লালশাড়ি’ নামটা বেছে নিয়েছি।’
অপু বিশ্বাস
বিরতির পর ফের অভিনয়ে ফিরেছেন এই নায়িকা। এবার চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসছেন তিনি। নতুন সিনেমা প্রসঙ্গে অপু বলেন, ‘বাঙালি নারীর প্রধান পোশাক শাড়ি। এই ছবির গল্পটা শাড়ি ও তার কারিগরদের নিয়ে। সেই সঙ্গে লাল ভালোবাসার প্রতীক। আর ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্পন্ন হয় না। তাই ছবির জন্য ‘লালশাড়ি’ নামটা বেছে নিয়েছি।’ এই সিনেমাটির মধ্য দিয়েই প্রযোজক হিসেবে অভিষেক হতে যাচ্ছে অপু বিশ্বাসের। ছবিটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। এই ছবির শুটিং শুরু হয়েছে সিনেমাটির টাইটেল গান ‘লাল শাড়ি’ দিয়ে। গানটির রেকর্ডিং করবেন পরিচালক বন্ধন বিশ্বাস, সংগীতশিল্পী কিশোর, কোনাল এবং সংগীত পরিচালনা করবেন ইমন সাহা। ছবিতে অপু ও সাইমন ছাড়া অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, দিলরুবা দোয়েল, সুমিত সেনগুপ্ত, ডনসহ আরও অনেকে।