ভক্তদের চমকে দিয়ে নতুন বছরের শুরুতেই বিয়ের সুখবর দিলেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তোলেন।
শনিবার (৪ জানুয়ারি) ভোর থেকে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয়। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে গুঞ্জন উঠে। সে সময়ে তাহসান জানান বিয়ের আনুষ্ঠানিকতা এখনো বাকি সন্ধ্যায় বিস্তারিত জানাবেন তিনি।
সন্ধ্যা হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের একটি ছবি প্রকাশ করেন তাহসান। সেই সঙ্গে গানের চার লাইন লেখে দেন ক্যাপশনে। তাহসান খান ক্যাপশনে লেখেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে; আমার সুরে নাচের মুদ্রায়; সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন; ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?
অন্যদিকে বিয়ের ছবিতে দেখা যায় স্ত্রীর শাড়ির সঙ্গে মিল ফ্লোরাল শেরওয়ানি পরেছেন গায়ক। বর-কনে দুজনেই হাসিমুখে হাত ধরে দাঁড়িয়ে আছেন। এর আগে তাদের হলুদের ছবি ভাইরাল হয়।
বর্তমানে ঢাকায় রয়েছেন তাহসান আর রোজা দুজনেই। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বিয়ে নিয়ে একটি সংবাদমাধ্যমে কথা বলেন তাহসান। গত শুক্রবার (৩ জানুয়ারি) ছিল তাদের গায়েহলুদ। সে ছবিই ভাইরাল হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের প্রসঙ্গে তাহসান বলেন, আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার বিয়ে হয়েছে। বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। শুভ কাজটা আমরা শনিবার সেরেছি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।
কীভাবে তার স্ত্রী রোজার সঙ্গে পরিচয় হলে সে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। রোজার সঙ্গে পরিচয়ের প্রসঙ্গে তাহসান বলেন, বেশ আগেই আমাদের পরিচয়। সেখানে থেকেই কথা হতো। পরে গত বছর বিয়ের সিদ্ধান্ত নিই।
রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ শিল্পে খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি তিনি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম