তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় রোজ শনিবার (৩ জুলাই) সকাল ১১ ঘটিকার সময় অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে বড়লেখা থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে একদল পুলিশের উপস্থিতিতে ও পৌর কর্তৃপক্ষের সার্বিক সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। শহরের যানজট নিরসনে ও শহরের সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষে এই অভিযানকে ব্যবসায়ী, পথচারী, প্রবাসীসহ সকলেই সাধুবাদসহ ধন্যবাদ জানিয়েছেন।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী ও থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের সাথে বাজারের বণিক সমিতির দায়িত্বশীল ও পৌর কর্তৃপক্ষের সাথে দেড় মাস থেকে কয়েক দফা বৈঠক শেষে অভিযান পরিচালিত হয়। এ নিয়ে পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী বলেন আমরা হাজীগঞ্জ বাজারের ফুটপাত দখলমুক্ত করতে আমি এবং আবার পৌর কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক। সেজন্য আমাদের পক্ষ থেকে যা কিছু সাহায্য সহোযোগিতায় করার আমরা করেছি।
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন বড়লেখা হাজীগঞ্জ বাজারে যানজট নিরসনের জন্য অবৈধ ফুটপাত দখল মুক্ত করতে সকলেই আন্তরিক ছিলেন এবং সকলের সার্বিক সহযোগিতা করেছেন। আমি আশাকরি এরকম সকলের সম্মিলিত প্রয়াসে বাজারের এই সৌন্দর্য্য বৃদ্ধি করতে সহায়তা করবেন। বড়লেখা পৌর শহরের ফুটপাত ও ড্রেনের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এভাবে সকলের সহযোগিতা থাকলে আগামীতে আরো সুন্দর একটি বড়লেখা উপহার দেয়া সম্ভব।