বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ করা হলো কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের ছবি।
বুধবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল এ ছবি প্রকাশ করে।
এর আয়তন চার হাজার কোটি কিলোমিটার। এছাড়াও কৃষ্ণগহ্বরটির অবস্থান পৃথিবী থেকে ৫০০ মিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার দূরে।
বিজ্ঞানীরা জানান, বিভিন্ন স্থান থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপ দিয়ে ব্ল্যাক হোলটির ছবি তোলা হয়। এর আগে ১৯৮২ সালে জ্যঁ পিয়ের ল্যুমিয়ের কল্পনার ওপর ভিক্তি করে ব্ল্যাক হোলের একটি ছবি এঁকেছিলেন।