মারাত্মক বায়ুদূষণের কারণে আমাদের প্রকৃতি নষ্ট হচ্ছে। প্রভাব পড়ছে আমাদের ত্বকেও। বাইরের ধুলোবালি ত্বকে লেগে আস্তরণ তৈরি করে। এক সময় এর ফলে ব্ল্যাকহেডস তৈরি হয়।
নাকে ও মুখে ব্ল্যাকহেডস নিয়ে অনেকের দুশ্চিন্তার শেষ নেই। কারণ এগুলো ত্বকের সৌন্দর্য নষ্ট করে। অনেকেই পার্লারে গিয়ে ফেসিয়াল, ক্লিনিং, স্ক্র্যাবিং অনেক কিছুই করেন। তবুও এই সমস্যা থেকে মুক্তি পান না। শুষ্ক ত্বকের চেয়ে তৈলাক্ত ত্বকে এই সমস্যা বেশি দেখা দেয়।
তবে ঘরে বসেই আপনি এর সমাধান করতে পারেন। ডিম ব্যবহারেই ব্ল্যাকহেডস দূর করা সম্ভব।
চলুন জেনে নেয়া যাক পদ্ধতি-
একটি পাত্রে ডিমের সাদা অংশ ও এক চা চামচ মধু দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। মিশ্রণটি ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে লাগিয়ে ১০ মিনিট কিংবা শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর টেনে উঠিয়ে ফেলুন। কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।