প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।
২৮ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ, শনিবার।
জেলার নাসিরনগর উপজেলার মুক্তিযুদ্ধা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, গনতন্ত্রের মানসকন্যা মাদার অব হিউমিনিটি খ্যাত জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া – ১ (নাসিরনগর) আসনের মাননীয় সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জিতু মিয়া। উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাসিরুদ্দিন রানা ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ শরীফুজ্জামান চৌধুরী সুমনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক -২, প্রদীপ কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক – ৩, সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর মিয়া, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস প্রমূখ। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ লতিফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অরুনজ্যোতি ভট্টাচার্য, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য সম্পাদক বশির আল হেলাল, তথ্য ও গবেষণা সম্পাদক মোজাম্মেল হক জুরান, যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান, ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, গোকর্ণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছোঁয়াব আহমেদ হৃতুল, জেলা পরিষদ সদস্য ও ফান্দাউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফারুকুজ্জামান ফারুক সহ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতা কর্মীবৃন্দ।