ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ওভারটেক করতে গিয়ে পণ্যবাহী ট্রাকের পেছনে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগায় বাস থেকে ছিটকে পড়ে বাসের হেলপারসহ ২ যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৭ জুন) ভোরের দিকে জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কিশোরগঞ্জ জেলার নিকলী থানার টিক্কলহাটি গ্রামের তাজউদ্দিন আহমেদের ছেলে সাইফ (২০) এবং একই গ্রামের বাসযাত্রী কাশেম মিয়ার ছেলে রাজু (২০)।
পুলিশ জানিয়েছে, কুমিল্লাগামী বিসমিল্লাহ পরিবহণের একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে আরেকটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় সাইফ ও রাজুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসাপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৪০ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি