মো.ইব্রাহিম খলিল বুড়িচং- ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন পূজা কমিটি ও সনাতন ধর্মাবলম্বি নেতৃবৃন্দের সাথে গতকাল শনিবার মতবিনিময় করেছে থানা পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানা কমপ্লেক্সে আয়োজিত সম্প্রীতি সভায়, পূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন বিষয়ের আলোচনা হয়। এ ছাড়া পূজার সময় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার কথা বলা হয়।
এসময় বক্তরা বলেন, মাদক সেবন করে কেউ যদি পূজা মন্ডপে প্রবেশ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া থানার কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ। পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন। উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জীব দেবনাথ, সধারণ সম্পাদক কিশোর কুমার, সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণপাড়া পশ্চিম বাজার কমিটির সাধারণ সম্পাদক কাজল সরকার সহ আইন শৃঙ্খলা কমিটি ও পূজা উদযাপন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।