ব্রাজিলে আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স চালুর অনুমতি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ইলন মাস্কের কোম্পানি আদালতের নির্দেশ মানার পর এই অনুমতি দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রা মোরায়েস জানিয়েছেন, এক্স আবার তাদের পরিষেবা চালু করতে পারবে। এক্স এখন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তা রূপায়ণ করায় বিচারপতি তাদের পরিষেবা চালুর অনুমতি দিয়েছেন।
যদিও আগে মাস্ক জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের শর্ত তারা মানতে পারবেন না। তবে বিচারপতি তার রায়ে বলেছেন, এই সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম ব্রাজিলে অবিলম্বে তাদের কাজ শুরু করতে পারবে।
এক্স-এর তরফ থেকে জানানো হয়েছে, তারা ব্রাজিলে ফিরতে পেরে গর্ববোধ করছেন। এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাকাউন্ট থেকে করা পোস্টে বলা হয়েছে, ব্রাজিলের কোটি কোটি মানুষ যাতে তাদের পরিষেবা পান, সেটাই ছিল তাদের কাছে সবচেয়ে বড় বিষয়।
ভুয়া তথ্য ছড়ানো নিয়ে বিরোধের জেরে গত আগস্ট মাসে ব্রাজিলে এক্স নিষিদ্ধ করেছিলেন বিচারক দ্য মোরেস। এ ছাড়া এক্স (সাবেক টুইটার) এর পক্ষ থেকে একজন বৈধ প্রতিনিধি নিয়োগ দিতে বললেও তা করেনি প্রতিষ্ঠানটি।
আলেকজান্দ্রে দ্য মোরেস এক্স প্ল্যাটফর্ম বন্ধের আদেশ দিলে তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইলন মাস্ক। জানান, বাকস্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি। ব্রাজিলের একজন অনির্বাচিত ছদ্মবেশী বিচারক রাজনৈতিক উদ্দেশ্যে এটিকে ধ্বংস করছে।
তবে অবশেষে সেই বিচারকের সব আদেশ মেনে নিয়েছেন মাস্কের এক্স। গত সপ্তাহে বিচারক দ্য মোরেস নিশ্চিত করেছেন যে কোম্পানিটি প্রায় ৫২ লাখ মার্কিন ডলার জরিমানা পরিশোধ করেছে। ব্রাজিলে ২ কোটি ২০ লাখ এক্স ব্যবহারকারী রয়েছেন।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম