আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের সাও পাওলো রাজ্যে ভারী বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া বন্যা ও ভূসিধসে ৭ শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার থেকে টানা বৃষ্টি হচ্ছে দক্ষিন আমেরিকার দেশটিতে। দেশটির জন নিরাপত্তাবিষয়ক কর্মকর্তারা রবিবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।
সাও পাওলো রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কবলে পড়ে দুর্ঘটনাজনিত কারণে আহত হয়েছেন আরও নয়জন। এখন পর্যন্ত রাজ্যটিতে নিখোঁজ রয়েছেন আরও চারজন। রাজ্যের পাঁচশ মানুষ অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়। এখনও চারজন নিখোঁজ রয়েছেন। ব্যাপক বৃষ্টিপাতের জেরে সৃষ্ট এই দুর্যোগের কারণে প্রায় ৫০০ পরিবার বাড়িঘর হারিয়েছে।
এ ছাড়া বৃহত্তর সাওপাওলোর বন্যাকবলিত এলাকাগুলোর মধ্যে রয়েছে- আরুজা, ফ্রান্সিসকো মোরাতো, এমবু দাস আর্তেস এবং ফ্রাঙ্কো ডা রোচা। ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে- ভার্জিয়া পাউলিস্তা, ক্যাম্পো লিম্পো পাউলিস্তা, জাউ, কাপিভারি, মোন্তেমোর এবং রাফার্ড এলাকা।
এদিকে সাও পাউলোর গভর্নর জোয়াও ডোরিয়া ক্ষতিগ্রস্তদের জন্য ২৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে প্রবল বৃষ্টির কারণে ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলজুড়ে বহু এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে করে এসব এলাকার কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া বন্যার কারণে মিনাস গেরাইস প্রদেশের খনি সংশ্লিষ্ট কর্মকাণ্ডও স্থগিত রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সূত্র: রয়টার্স, এবিসি নিউজ।