স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে পার্ক ডে প্রিন্সেসে হওয়া ম্যাচের ১১ মিনিটে কাসেমিরোর ক্রসে বল পেয়ে হেডে বল জালে জড়ান রাফিনহা। সাত মিনিট পর মনতাসার তালবি হেডে লক্ষ্যভেদ করতে সমতায় ফেরে তিউনিসিয়া।
এরপর ব্রাজিল রীতিমতো তেঁতে ওঠে। ১৯ মিনিটে রাফিনহার বাড়ানো বল নিয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান রিচার্লিসন। এরপর কাসেমিরোকে ডি বক্সের ভেতর প্রতিপক্ষের এক খেলোয়াড় ডি বক্সে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ২৯ মিনিটে স্পট কিক থেকে গোল করেন নেইমার। ৪০ মিনিটে রিচার্লিসনের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ পায়ের দূরপাল্লার শটে নিশানাভেদ করেন রাফিনহা। বিরতির আগে ৪২ মিনিটে ডিলান ব্রোন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে তিউনিসিয়া ১০ জনের দলে পরিণত হয়। খেলার ৭৪ মিনিটে পেড্রো গোল করে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
এদিকে, আরেক ফিফা ফ্রেন্ডলি ম্যাচে লিওনেল মেসির শেষ মুহূর্তের জোড়া গোলে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। রেড বুল অ্যারেনায় হওয়া ম্যাচের ১৩ মিনিটে লাউতারো মার্টিনেজের অ্যাসিস্টে বল পেয়ে আলবিসেলেস্তেদের এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। এরপর ৮৬ মিনিটে লো সেলসোর পাসে বল নিয়ে বাঁ পায়ের দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। তিন মিনিট পর বাঁ পায়ের ফ্রি কিকে বল জালে জড়িয়ে দেন এলএম টেন।
উয়েফা নেশনস লিগে আলভারো মোরাতার অন্তিম মুহূর্তের গোলে পর্তুগালকে বিদায় করে সেমিফাইনালে উঠেছে স্পেন। ৮৮ মিনিটে নিকো উইলিয়ামসের হেড পাসে বল নিয়ে বাঁ পায়ের শটে গোল পান মোরাতা। তাতে একমাত্র গোলের জয়ে মাঠ ছাড়ে স্পেন।