রোনালদো-মেসিদের যুগের সমাপ্তি টেনে ব্যালন ডি’অর জিতলেন করিম বেনজেমা।
সোমবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে তার হাতে পুরস্কারটি তুলে দেন কিংবদন্তি জিনেদিন জিদান।
লা লিগা ও ইউরোপ সেরার শিরোপা জয়ের পথে মৌসুমে সব মিলিয়ে ৪৬ ম্যাচে করেছেন ৪৪ গোল।
জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগার শিরোপা। একেবারে যোগ্য ব্যক্তি হিসেবেই এবারের ব্যালন জিতেছেন রিয়ালের এই স্ট্রাইকার। এদিকে বেনজেমা ব্যালন জেতায় তাকে অভিনন্দন জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।
এক টুইট বার্তায় তিনি বলেন, ‘কেবি৯! দুটি অক্ষর এবং একটি সংখ্যা যা ফুটবল ইতিহাসে রয়ে যাবে। জিদানের ২৪ বছর পর ফ্রান্সে নতুন ব্যালন ডি’অর ফিরিয়ে আনছেন করিম বেনজেমা। অভিনন্দন তাকে!’
উল্লেখ্য, বেনজেমার আগে ফ্রান্সের হয়ে শেষবার এই পুরস্কারটি জিতেছিলেন জিনেদিন জিদান।