আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং আইনজীবীরা।
সুপ্রিম কোর্ট বার কাউন্সিল ও ধানমন্ডির বায়তুল আমান মসজিদে জানাজা শেষে ঢাকার দোহারে দুটি জানাজা শেষে সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এর আগে, গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হুদার মৃত্যু হয়। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিন দিন আগেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগে স্ত্রী ব্যারিস্টার সিগমা হুদা, দুই মেয়ে অন্তরা ও শ্রাবন্তী আমিনাসহ অসংখ্য গুণীজন রেখে গেছেন।
উল্লেখ্য, নাজমুল হুদার জন্ম ১৯৪৩ সালের ৬ জানুয়ারি। তিনি একজন ব্যারিস্টার, আইনজীবী ও রাজনীতিবিদ। ২০১২ সালে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় দল থেকে পদত্যাগ করেন।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান