করোনাভাইরাসের ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশে দেশে চলছে লকডাউন। ভারতে আগামী ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে গত মাস থেকেই বন্ধ রয়েছে সব সিনেমার শুটিং। আর এর কারণে বিশাল ক্ষতির মুখে অজয় দেবগন অভিনীত ময়দান সিনেমাটি।
অজয়ের এই সিনেমার জন্য ৭ কোটি রুপি ব্যয়ে স্টেডিয়ামের আদলে একটি শুটিং সেট তৈরি করা হয়েছে। কিন্তু গত ১৬ মার্চ থেকে শুটিং বন্ধ থাকায় ফাঁকা পড়ে আছে এটি। এদিকে লকডাউনের কারণে শুটিং সম্ভব হচ্ছে না।
সামনে আবার বর্ষাকাল শুরু হতে যাচ্ছে। এতে করে নির্মাতারা সেট নষ্ট হওয়ায় শঙ্কায় রয়েছেন।
ভারতীয় ফুটবল দলের সাবেক কোচ সৈয়দ আব্দুল রহিমকে নিয়ে ময়দান নির্মাণ হচ্ছে। এশিয়ান গেমসে ১৯৫১ ও ১৯৬২ সালে ভারতীয় ফুটবল দলের বিজয়ে বিশেষ অবদান রাখেন তিনি। সিনেমাটির গল্পে সেই সময়কার গৌরবময় অধ্যায় তুলে ধরা হবে।
এতে আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয়। জি স্টুডিও এবং ক্রোম পিকচার্সের সঙ্গে সিনেমাটি প্রযোজনা করছেন বনি কাপুর।