স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত মার্চেই দুর্দান্ত বোলিং করেছিলেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। তবে পাঁচ উইকেটের দেখা পাননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে নিয়েছিলেন ৮ উইকেট। এর মাঝে লঙ্কানদের বিপক্ষে উইকেটশূন্য ছিলেন ডানহাতি এ পেসার। অবশেষে নিজের আক্ষেপ ঘোচালেন খালেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এসে পাঁচ উইকেটের দেখা পেলেন তিনি। আর তাই ব্যর্থতার মাঝেও খালেদের এই সাফল্যে দারুণ উৎফুল্ল অধিনায়ক সাকিব আল হাসান।
কিছুদিন আগেই খালেদ জানিয়েছিলেন তার পরিকল্পনা করে বোলিং করার কৌশল। কাকে কীভাবে আউট করতে হবে, তা আগে থেকেই চিন্তা করাকে ‘ভিজুয়ালাইজেশন’ বলে, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাজে দিয়েছিল। কিন্তু এরপর লঙ্কানদের বিপক্ষে টেস্টে কোনো উইকেট না পাওয়ায় সেই চিন্তা কাজে লাগেনি। কিন্তু গতকাল রোববার (২৬ জুন) ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেটা ঠিকই কাজে দিয়েছে।
ক্যারিবীয়দের বিপক্ষে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে ৩১.৩ ওভারে তিনটি মেডেনসহ ১০৬ রানে ৫ উইকেট শিকার করলেন এ ডানহাতি পেসার। ক্যারিয়ারে নবম টেস্টে এসে প্রথমবারের মতো এক ইনিংসে নিলেন পাঁচ উইকেট। জেডেন সিলসকে নুরুল হাসানের ক্যাচ বানিয়ে কাঙিক্ষত ফাইফারের দেখা পান খালেদ। এরপরই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামে ৪০৮ রানে। ১৭৪ রানের লিড নেয় স্বাগতিকরা।
অধিনায়ক সাকিব আল হাসান দারুণ উৎফুল্ল খালেদের এই সাফল্যে। ফাইফারের নাম লেখার সঙ্গে সঙ্গে মাঠেই খালেদকে জড়িয়ে ধরেন সাকিব। ড্রেসিংরুমেও আনন্দ প্রকাশের প্রাপ্তি ছিল এটাই। বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও ভূয়সী প্রশংসা করেন খালেদের।