বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ থাকার একদিন পর শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে আবারো শুরু হয়েছে কার্যক্রম।
আমদানি-রফতানি শুরু হওয়ায় বন্দর এলাকায় বেড়েছে যানজট। আমদানি পণ্যের দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে, এতে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চার থেকে সাড়ে চারশ’ ট্রাক বিভিন্ন পণ্য আমদানি এবং দেড়শ’ থেকে দুইশ’ ট্রাক পণ্য রফতানি হয়ে থাকে। প্রতিবছর এ বন্দর দিয়ে রাজস্ব আয় প্রায় পাঁচ হাজার কোটি টাকা।