মোঃলোকমান হোসেন,যশোর জেলা প্রতিনিধি:-বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫/৮৯১ সৌজন্যে বেনাপোল মাহবুবা হক এতিমখানার সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে১১টার সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫যশোর-১(শার্শা)আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ আফিল উদ্দীনের নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথীর বক্তব্যে আওয়ামীলীগ ও মহাজোটের প্রার্থী শেখ আফিল উদ্দীন বলেছেন আজ এই শ্রমিক সমাবেশে আমার প্রয়াত পিতার কথা স্বরন করছি কারন তিনি একজন আপনাদের মতো শ্রমিক ছিলেন।আপনারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করবেন। সৎভাবে জীবন যাপন করবেন, বিগত অনেক নেতা আপনাদের কষ্টের অর্থ আত্মসাত করেছে। বর্তমান নেতাদের আমি সাবধান করে দিচ্ছি আপনারা যেন বিগত নেতাদের মতো অর্থ আত্মসাত না করেন। তিনি সকল কে আহবান করেন মানুষের অর্থ যেন আমরা লুটপাট বা আত্মসাত না করি। বেনাপোল স্থলবন্দর হবে শতভাগ চুরি বন্দ ও দূর্নীতি মুক্ত পোর্ট, দ্রুত শ্রমিকদের সাইকেল রাখার স্থান ও চিকিৎসার ব্যবস্থা করা হবে। আপনাদের খেয়াল রাখতে হবে যেন কোন শ্রমিক চাঁদাবাজি ও অতিরিক্ত বকশিসের অর্থ জোড় পূর্বক দাবী না করে। তিনি হুশিয়ারী করে বলেন এভাবে অর্থ আদায় করলে সকল আমদানীকারক বেনাপোল ছাড়া অন্য স্থলবন্দর ব্যবহার করবে।বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছায় দিয়েছে,সমগ্র শার্শা উপজেলায় ৯৫% বিদ্যুৎতের কাজ সমপন্ন করা হয়েছে। সারের জন্য এখন আর কৃষক গুলি খেয়ে মরেনা।কোন রাষ্ট্র বাংলাদেশকে ফকির বা গরীব রাষ্ট্র বলতে পারে না।নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরী হচ্ছে।এত উন্নয়ন শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও বলিষ্ট ভুমিকার জন্য আজ দেশের ডলার রিজার্ভের পরিমান বিএনপির রেখে যাওয়ার চেয়ে তিনগুন বেশী। দেশের উন্নয়ন ধরে রাখার জন্য ও চলমান রাখতে আগামী ৩০শে ডিসেম্বর নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন। এই অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন শার্শা উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,শার্শা উপজেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,শার্শা উপজেলার যুবলীগের সভাপতি ও শ্রমিক নেতা অহিদুজ্জামান অহিদ, ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহম্মেদ।এসময় উপস্থিত ছিলেন যশোর জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা অলোক, শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, পৌর সাধারন সম্পাদক নাসির উদ্দীন, শার্শা উপজেলার ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দ্দার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল।পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু ,সহ সভাপতি আশরাফুল আলম উজ্জল,সাধারন সম্পাদক কামাল হোসেন, বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দীন,শ্রমিক নেতা কামাল, সাদীপুর ওয়ার্ডের মেম্বার বাবু , ছাত্রলীগ নেতা রুবেল,পারভেজ, মধু ও প্রমুখ।