২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিতরা সংসদে না যাওয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা একথা বলেন।
তারা বলেন, নির্বাচিতদের শপথ নেয়া বা না নেয়ার সঙ্গে বেগম জিয়ার মুক্তির বিষয় জড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার। তারা আরো বলেন, যে কোনো মূল্যে নয়, বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি চান তারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান বিএনপির থেকে যারা নির্বাচিত হয়েছে তারা যদি সংসদে যায় তাদের বৈধতার জন্যও তো দল দরকার। এটার সাথে বেগম জিয়ার মুক্তির কি সম্পর্ক সেটা বোঝার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তার বিরুদ্ধে যাওয়া হবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের দল থেকে সাংসদদের ডেকে বলে দেওয়া হয়েছে। তারা যেনো সংসদে না যায় এবং কোনো ব্যাপারে কোনো কথা না বলে। আমাদের সংসদ সদস্যরা তাতে রাজি হয়ে গেছেন। আমরা কখনও বলি না যেকোনোভাবে খালেদার মুক্তি চাই। আমরা বলি তার নিঃশর্ত মুক্তি চাই।’