গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরিশালে দলের বিভাগীয় সমাবেশে এ কথা বলেন তিনি। প্রতিহিংসার কারণেই বেগম জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনের পর বিএনপির প্রথম কোনো বড় সমাবেশে, নির্বাচন কমিশন পুনর্গঠন কোরে নতুন নির্বাচনের দাবি জানান দলটির নেতারা।
কারাগারে থাকা দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে মহানগর ও জেলা বিএনপি। এতে মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, সেলিনা রহমান, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনসহ কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মহানগর ও জেলার শীর্ষ নেতারাও বক্তব্য দেন।
বৃহস্পতিবার সোয়া ছয়টার দিকে, বক্তব্য শুরু করেন বিএনপি মহাসচিব। এসময় তিনি অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসার জন্যই কারাগারে আটকে রাখা হয়েছে বেগম জিয়াকে।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনের সমালোচনা করেন মির্জা ফখরুল। একইসঙ্গে সংকট সমাধানে আবারও আলোচনার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
সমাবেশে সরকারের নানা কাজের সমালোচনা করেন বিএনপি কেন্দ্রীয় নেতারা।