দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলতে আগামী বৃহস্পতিবারের মধ্যে দেশে ফিরবেন সাকিব আল হাসান। আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হয়েছে, সাকিব মিরপুর হোম অব ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে ঢাকায় আসছেন।
বিসিবির নির্বাচক হান্নান সরকার ফেসবুকে সাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন-সাকিব আল হাসান, আশা করছি মিরপুরে তার শেষ টেস্ট ম্যাচটি খেলবেন। এই ম্যাচের পর তার লাল বলের ক্রিকেট মিস করবে বিশ্ব ক্রিকেট। তুমি চিরকাল মনে থাকবে….কিংবদন্তি। বরাবরের মত শুভ কামনা। সেই সঙ্গে লাভ ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।
এর আগে সাকিবের দেশে আসা নিয়ে হয়েছিল অনেক গুঞ্জন। ছাত্র আন্দোলেন তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর থেকে ধারণা করা হচ্ছিল আর দেশে ফিরছে না তিনি। পরে অবশ্য এক ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন এই তারকা। এতেও অনেকের মন গলেনি। তবে সাকিবের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে খেলার আগ্রহ প্রকাশ করেন সাকিবও, তবে শর্ত ছিল তাকে যেন দেশ ত্যাগের নিশ্চয়তা দেওয়া হয়।
ক্রিকেটের ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জি জানায়, সাকিবকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না বিসিবি। এই বিষয়টিও স্পষ্ট হয়ে যায় বিসিবি সভাপতি ফারুক আহমেদের বক্তব্যে। অবশ্য সব শঙ্কা কাটিয়ে আবারও দেশে ফিরছেন এই অলরাউন্ডার। একটি সূত্র জানিয়েছে আগামী বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশে ফিরছেন সাকিব।
দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে। সেই সিরিজে সাকিবের ওয়ানডে খেলার কথা রয়েছে। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর মাঠে গড়াবে। সাকিবকে এরই মধ্যে চট্টগ্রাম কিংস আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে।
দলটির পক্ষ থেকেও জানানো হয়েছে আসন্ন বিপিএলে খেলবেন সাকিব। এ ছাড়া কদিন আগেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সাকিবের দেশে ফিরতে বাঁধা দেখছেন না তিনি। এমন সবুজ সঙ্কেত পেয়েই এবার দেশে আসছেন সাকিব।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম