আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় একটি গ্রামে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৩ জুন) নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে জানা যায়, গেল শনিবার ও রবিবারের মধ্যে সশস্ত্র হামলাকারীরা বুরকিনা ফাসোর সেনো প্রদেশের সেতেঙ্গা এলাকায় রাতের অন্ধকারে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়। সেখানে হামলাকারীরা পুরুষদের টার্গেট করেছিল।
যদিও কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। তবে হামলাটি সীমান্তবর্তী এলাকায় ঘটেছে যেখানে জঙ্গিদের আল কায়েদার সঙ্গে সম্পর্ক রয়েছে এবং ইসলামিক স্টেট বিদ্রোহ চালাচ্ছে।
তবে মৃতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে। গত সোমবার একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, অন্তত ১০০ জন মারা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি স্থানীয় সূত্র জানায়, নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫। সরকারের মুখপাত্র লিওনেল বিলগো বলেন, এখন পর্যন্ত ৫০টি মৃতদেহ পাওয়া গেছে। তবে সংখ্যাটি চূড়ান্ত নয়। সৈন্যরা বাড়ি বাড়ি গিয়ে লাশ খুঁজে দেখছে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ইসলামপন্থী বিদ্রোহীদের সহিংসতায় বুরকিনা ফাসো, প্রতিবেশী মালি ও নাইজার জুড়ে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর সশস্ত্র এসব গোষ্ঠীগুলোর বেশির ভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএস’র সঙ্গে সম্পৃক্ত।
এই ঘটনার পর জাতিসংঘ এক বিবৃতিতে ‘ভুক্তভোগীর সংখ্যা বহু’ উল্লেখ করে হামলার নিন্দা করেছে এবং দোষীদের বিচারের আওতায় আনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।