দীর্ঘ ৬ মাস পর বুধবার (২৩ ডিসেম্বর) বসছে স্বপ্নের পদ্মা সেতুর ৬ষ্ঠ স্প্যান। আগের ৫টি স্প্যানের সঙ্গেই জাজিরা প্রান্তে বসানো হবে এ স্প্যান। এ উপলক্ষে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল থেকে স্প্যানটি মাওয়ার ইয়ার্ড থেকে নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।
নদীর জাজিরা প্রান্তে আগের ৫টি স্প্যান মিলে বর্তমানে দৃশ্যমান ৭৫০ মিটার পদ্মা সেতু।
কাজ শুরুর পর ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর নদীতে ৩৭ এবং ৩৮ নম্বর পিলারে বসানো হয়েছিল প্রথম স্প্যান। এরপর ক্রমান্বয়ে জাজিরা প্রান্তের দিকে এগিয়ে গত বছরের জুন মাসে সবশেষ ৪২ নম্বর পিলারে ৫ম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পাড়ের সঙ্গে সংযোগ ঘটে পদ্মা সেতুর। ফলে ৬টি পিলার মিলে একটি মডিউলের কাজ পুরো শেষ হয়। প্রথম স্প্যানটির সঙ্গে এখন ৩৬ ও ৩৭ নম্বর পিলারের মধ্যে বসানো হবে ৬ষ্ঠ স্প্যান।
এ দুটো পিলারে যে স্প্যানটি বসবে মাসখানেক আগ থেকে ধূসর রং করা শেষে সেই স্প্যানটি অপেক্ষমাণ রাখা হয় মাওয়া ইয়ার্ডের বাইরে। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে এটিকে প্রায় ৫ কিলোমিটার দূরের জাজিরা প্রান্তে নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। প্রায় ৩ হাজার মেট্রিক টন ওজনের ও ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি পরিবহন করছে ৩৬শ’ মেট্রিক টন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেন।
নদীতে পলি জমে তলদেশের গভীরতা কমে যাওয়ায় ড্রেজিং করে গভীরতা বাড়াতে হয়েছে, তাই স্প্যান বসানোর এ বিলম্ব বলে জানান সংশ্লিষ্টরা।