সারাদেশ ঘন কুয়াশার আস্তরণে ঢেকে আছে। কোথাও কোথাও সূর্যের একটু দেখা মিলছে। তারপরও উত্তরের শিরশিরে ঠাণ্ডা বাতাস আর ঘন কুয়াশার আবর্তে সারাদেশ। শৈত্যপ্রবাহে কাঁপছে কনকনে শীতে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। আর আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, আজও বাড়তে পারে হাড় কাঁপানো শীতের তীব্রতা।
আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, শক্তিশালী পশ্চিমা লঘুচাপের প্রভাবে আগামী বুধবার থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত হতে পারে সারাদেশে। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে যাবে। তখন তাপমাত্রা হ্রাস পেয়ে আরেক দফা শৈত্যপ্রবাহের প্রবল আশঙ্কা রয়েছে। কুয়াশাও ফের বিস্তার লাভ করবে।
সুত্রে আরো জানা গেছে, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। তবে দেশজুড়ে এমন শীতার্ত আবহাওয়া আরো ৪-৫ দিন থাকবে। আগামী বৃহস্পতি-শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় এখন শৈত্যপ্রবাহ না থাকলেও বৃষ্টির পর শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।
এছাড়া আজ আবহাওয়ার তেমন পরিবর্তন নেই। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে ঘন কুয়াশা পড়তে পারে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১১:২৭ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি