আন্তর্জাতিক ডেস্কঃ ঠিক যেন গৌতম বুদ্ধ, একাকী বসে ধ্যান করছেন, ধ্যানেই মুগ্ধ। এখন চীনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাদা রঙের ধ্যানে মগ্ন মূর্তি পাওয়া যাচ্ছে। সম্প্রতি ট্রাম্পের ওই ধ্যানে মগ্ন মূর্তির ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার ফলে চীনের একটি ই-কমার্স ওয়েবসাইটে হু হু করে বিক্রি হচ্ছে ট্রাম্পের সেই মূর্তি।
দ্য গার্ডিয়ানে গেল বুধবার (১০ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, মূর্তিটির দাম ৩৯৯৯ ইয়ান অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় ৫২ হাজার ১১২ টাকা। চীনের ওয়েবসাইটে ট্রাম্পের দুই ধরনের মূর্তি পাওয়া যাচ্ছে। ৪.৬ মিটারের মূর্তির দাম ৫২ হাজার ১১২ টাকা এবং ১.৬ মিটারের মূর্তির দাম প্রায় ১৩ হাজার ২০ টাকা।
এদিকে ওয়েবসাইটে মূর্তিটি সম্পর্কে লেখা হয়েছে- ট্রাম্প বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেক বেশি ভালো জানেন। এই মূর্তি অফিসে বসালে সংস্থার উন্নতি হবে।
এছাড়াও ওই বিক্রেতা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান থেকেই তৈরি করা হয়েছে মূর্তিটি। ট্রাম্প সবসময় বলে থাকেন তিনি সবকিছু অন্যদের থেকে বেশি জানেন। তাই মূর্তি সম্পর্কেও লেখা হয়েছে গৌতম বুদ্ধের তুলনায় বৌদ্ধ ধর্ম সম্পর্কে ট্রাম্প বেশি জানেন। সুত্রঃ দ্য গার্ডিয়ান।