কুড়িগ্রামের উলিপুরে বুড়ি তিস্তা নদীর পানিতে ডুবে হাসি আক্তার (৯) ও মীম আক্তার (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ইন্দারার পাড় বাগচির খামার এলাকায়।
মৃত হাসি আক্তার ও এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও মীম আক্তার মোন্নাফ আলীর নাতনি।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে সবার অজান্তে শিশু দুটি বাড়ির পাশ্ববর্তী বুড়ি তিস্তা নদীর গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। শিশু দু’টিকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখোঁজি শুরু করে। এরপর পরিবারের লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করলে পানির নিচে থেকে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে দেখে মৃত ঘোষণা করে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা করে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৩:৪২ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি