“করোনা-ভুল ” শিরোনামে কমিটি গঠন করেছে বি এন পি। নেতাদেরকে জেলাভিত্তিক দায়িত্ত্ব দেওয়া হয়েছে সরকারের ভুল খুঁজে বের করতে। দলের সেক্রেটারিও দাবি করেছেন সরকারের দেওয়া তথ্য জাতী বিশ্বাস করতে পারছেনা।
করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছে ডিসেম্বর থেকেই। বাংলাদেশে ধরা পরে জানুয়ারীতে। তখন থেকেই প্রতিদিন করোনা পরিস্থিতি প্রচার করা হয়েছে এবং কোথায় কতজন আক্রান্ত হয়েছে তা প্রচার করা হয়েছে সাথে করনীয়টিও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রাখতে সচেতন করা হয়েছে প্রতিদিন। সেই প্রচারনা এখনো চলছে। সংক্রমন বৃদ্ধির সাথে সাথে সবধরনের যানবাহন নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে, বাতিল করা হয়েছে আন্তর্জাতিক বিমান চলাচলও। বিধিনিষেধ কার্যকর রাখতে আইনশৃংখলা বাহিনীকেও নামানো হয়েছে। কোথাও কোথাও মিলিটারী নেমেছে সামাজিক দুরত্ব নিয়ন্ত্রন করতে। কর্মহারিয়ে দরিদ্র জনগোষ্ঠীর দুঃখ লাঘব করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরনের ব্যবস্থা করেছে। প্রনোদনা ঘোষনা করেছে আপদকালীন দুর্যোগ মোকাবেলায়। বাংলাদেশে এই ধরনের চিকিৎসার ব্যবস্থা ছিলনা, দ্রুত হাসপাতল প্রস্তুত করা হয়েছে করোনা চিকিৎসার জন্য। সরকারী সাহায্যের পাশাপাশি বিত্তবানদের প্রতি আহবান জানানো হয়েছে দুর্যোগে সাহায্যের হাত বাড়াতে। অনেকেই সরকারের আহবানে সাড়া দিয়ে উদার হস্তে দান করেছেন ত্রান তহবিলে। ভিক্ষুকও সাড়া জীবনের সঞ্চিত অর্থ দান করেছে এই ত্রান তহবিলে। বি এন পি সেই আহবানে সাড়া দেয়নি। সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এখন যখন সরকার কিছুটা স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে এবং সংক্রমন সহনীয় পর্যায়ে নিয়ে এসেছে তখন, বি এন পি কমিটি গঠন করে ভুল আবিষ্কারের রাজনীতিতে নেমে পরেছে। জাতীয় দুর্যোগে জনগনের সেবায় না এসে এখন তারা সরকারের ভুল খুঁজতে কমিটি গঠন করেছে। এমন উদ্ভট উদ্যোগ আসলে ভুল রাজনীতিরই বহিঃপ্রকাশ। সাঈদির মুক্তি আন্দোলনের মত এটাও একটি ষড়যন্ত্র। জাতীয় দুর্যোগে রাজনৈতিক ফয়দা নিতে এমন উদ্যোগ বি এন পি’র নতুন নয়। সরকারের কোন সাফল্যই তাদের চোখে পড়েনি গত ১১ বছরে। রাজনীতি থেকে বিচ্ছিন্ন দলটি এখন নেতৃত্বের কোন্দলে বিপর্যস্ত, কোন কর্মসূচিও দিতে পারেনি কর্মী বাহিনীর অভাবে। এখন সরকারের ভুল খুঁজতে নেমে পরেছে অস্তিত্ব উদ্ধারের জন্য। তবে ভুল সময় বেছে নিয়েছে দলটি। সব লেখাতেই লিখেছি এটা রাজনীতি করার উপযুক্ত সময় নয়। জনগনের কাছে যেতে হলে জনগনের স্বার্থ সংশ্লিষ্ট কর্মসূচি দরকার। ভুল আবিষ্কার করার মানুষ কম নেই দেশে। প্রতিদিন টেলিভিশনেই শোনা যায় নানা অভিযোগ আর অনিয়মের কথা কিন্তু, সরকার থেমে নেই। সব সমালোচনাকে অগ্রাহ্য করেই জনগনের স্বার্থ পুরনের সব কিছুই করে চলেছে। বি এন পি’র এই কমিটি গঠনও ব্যর্থ হবে।
আজিজুর রহমান প্রিন্স
রাজনীতিবিদ, লেখক ও গবেষক
টরেন্টো, কানাডা
১২ মে ২০২০।