অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিয়ের প্রলোভনে দৈহিক মেলামেশার পর অন্যত্র বিয়ে চুক্তি করায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে দাবী আদায় করেছেন এক প্রেমিকা। প্রেমের সত্যতা থাকায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের চাপে বিয়েতে রাজী হয়েছে প্রেমিকের পরিবার। গেল সোমবার উপজেলার সদর ইউনিয়নের বারাইটারী গ্রামে এ ঘটনা ঘটে ।
স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে ওই গ্রামের নরেশ চন্দ্রের ছেলে নিমাই চন্দ্র (২৪) এর সাথে কামাত আঙ্গারিয়া গ্রামের এক যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেম চলাকালিন বিয়ের প্রলোভনে একাধিকবার ওই যুবতীর সাথে দৈহিক মেলামেশা করে নিমাই। এদিকে সম্পর্কের বিষয়টি জানতে পেরে নিমাইয়ের পরিবার অন্য পাত্রী খুঁজে বিয়ের চুক্তিপত্র ও আশির্বাদ সম্পন্ন করে।
খবর পেয়ে সোমবার বিকাল ৫ টার দিকে ওই প্রেমিকা বিয়ের দাবীতে নিমাইয়ের বাড়িতে প্রবেশের চেষ্টা করলে বাড়ির লোকজন গলাধাক্কা দিয়ে তাকে বের করে দেয়। পরে বাড়ির বাহির উঠানে অবস্থান নেন ওই যুবতী প্রেমিকা। বৃষ্টির মধ্যে দীর্ঘক্ষণ বসে থাকায় ভিজে ভিজে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থানের খবর ছড়িয়ে পড়ায় লোকজন জড়ো হতে থাকলে প্রেমিক নিমাই কৌশলে সটকে পড়ে।
পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা এসে প্রেমের সত্যতা পেলে নিমাইয়ের পরিবারকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। উপায়ান্তর না পেয়ে ছেলেপক্ষ বিয়ের দিন তারিখ দিলে অসুস্থ যুবতীকে হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিষয়টি মিমাংসা করবেন বলে জানালে মেয়েটিকে তার অভিভাবকের জিম্মাায় দেয়া হয়েছে।