আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিহারে বজ্রপাতে ১৭ জনের প্রাণহানির ঘটনা জানা গেছে। গত শনিবার (১৮ জুন) রাত থেকে রোববারের মধ্যে এই প্রাণহানি ঘটেছে।
গতকাল রোববার (১৯ জুন) এ ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রত্যেক নিহতের পরিবারকে ৪ লাখ রুপি করে অনুদান ঘোষণা করেছেন।
টুইটারে বিহারের মুখ্যমন্ত্রী জানান, বজ্রপাতে ভাগলপুরে ৬ জন, বৈশালীতে ৩ জন, খাগরিয়ায় দুজন, কাটিহারে একজন, সহরসায় একজন, মাধেপুরায় একজন, বাঙ্কায় দুজন এবং মুঙ্গেরে একজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সব নিহতের পরিবারকে অবিলম্বে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখারও পরামর্শ দিয়েছেন। এ জন্য সবাইকে আবহাওয়া অফিসের পূর্বাভাস মেনে চলার বার্তা দিয়েছেন তিনি।
উল্লেখ্য, আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, আগামী কয়েক দিন বিহারে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।