বিশ্বের প্রতিটি দিনই বিশ্বে নানা দিবস হিসেবে পালিত হয়। তবে অনেকটাই অবাক হবেন জেনে যে বিশ্ব বয়ফ্রেন্ড দিবসও পালন করা হয়। আজকের দিনটা শুধু প্রেমিকদের জন্য। কারণ, আজ (৩ অক্টোবর) বিশ্ব বয়ফ্রেন্ড বা প্রেমিক দিবস।
জানা গেছে, ২০১৪ সালের ৩রা অক্টোবর প্রথমবারের মত বয়ফ্রেন্ড দিবস পালন করা হলেও, ২০১৬ সালে দিবসটি অনেকটা আলোচনায় আসে। সে বছর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ দিবসটি নিয়ে ৪৬ হাজারের বেশি টুইট করা হয়। এ দিন প্রেমিকারা উপহার দিয়ে মনে করিয়ে দেন, তাঁরা কতটা ভালোবাসেন তাঁদের প্রেমিককে।
আর যারা সিঙ্গেল তাদের জন্য না হলেও, মিঙ্গেলদের জন্য আজ অবশ্যই সুখকর দিন। তাদের জন্য আলাদাভাবে পালন করার দিন বয়ফ্রেন্ড দিবস আজ উদযাপন হচ্ছে। দিবসটিতে বিশ্বের বিভিন্ন দেশে বয়ফ্রেন্ডদের নিয়ে মজে উঠেছেন তাদের বান্ধবীরা। সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মজার মজার পোস্ট শেয়ার হচ্ছে এ দিবসকে ঘিরে। প্রেমিকদের শুভেচ্ছা জানাচ্ছেন অনেক প্রেমিকাই।
একসময় ‘আমি তোমাকে ভালোবাসি’ বলেই প্রেমিককে দিনটি স্মরণ করিয়ে দিতেন প্রেমিকারা। এখন ইন্টারনেটের মাধ্যমে নানা মজা করে ভালোবাসার কথা প্রকাশ করেন প্রেমিকারা।
টুইটারে আজ বাংলাদেশের এক নম্বর ট্রেন্ড হিসেবে অবস্থান করছে বয়ফ্রেন্ড দিবসের শুভেচ্ছা। এ পর্যন্ত হয়েছে লাখ খানেক টুইট। বিশ্বের নানা দেশে উদযাপিত হচ্ছে দিবসটি।