করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারে দর পতন দেখা দিয়েছে। বড় ধরনের পতন দেখা দিয়েছে ভারতে। দেশটিতে ২০০৯ সালের পর শেয়ার বাজারে সবচেয়ে বড় পতন এটি। বিশ্বজুড়ে শেয়ারের মূল্য কমেছে ৫ লাখ কোটি মার্কিন ডলারের বেশি।
ভারতের শেয়ার বাজারে গেল সপ্তাহে এনএসই নাইনটি ফিফটি শেয়ারের সূচক কমে ৭ দশমিক ৩ শতাংশ এবং সেনসেক্স ৬ দশমিক ৮ শতাংশ পতন ঘটে। যা গত এক দশকে সর্বোচ্চ। এতে বিনিয়োগকারীদের ক্ষতি ধরা হয়েছে প্রায় সাড়ে ৫ লাখ কোটি টাকার বেশি। পতনের দিকে অন্যান্য দেশের শেয়ারবাজারও।
জার্মানিতে ৩ দশমিক ৯, লন্ডনে ৩ দশমিক ৪, ইতালিতে ৩ দশমিক ৬, যুক্তরাষ্ট্রে ৩ দশমিক ৭, চীনে ৩ দশমিক সাত-এক, জাপানে ৩ দশমিক ছয়-সাত এবং অস্ট্রেলিয়ায় ৩ দশমিক তিন-পাঁচ শতাংশ দর পতন ঘটে।
চীনে করোনার প্রকোপ কিছুটা কমলেও ছড়িয়ে পড়েছে অন্য দেশগুলোতে। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ সঙ্কটের হাত থেকে বিশ্ব অর্থনীতি কবে মুক্তি পাবে সে ব্যাপারে নির্দিষ্ট করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা।