নারায়ণগঞ্জ প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম ) টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে আজ শুক্রবার কয়েক লাখ মুসুল্লি জুমআ’র নামাজ আদায় করেছেন।
দেশের সবচেয়ে বড় ও বিশ্বের অন্যতম বৃহত্তম জুমুআর নামাজে অংশ নিতে সকাল হতে ঢাকা, গাজীপুর সহ আশে পাশের এলাকাগুলো হতে ইজতেমার ময়দানে জামায়াত হন।
জুমুআর নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের খতিব ও তাবলীগের সূরা সদস্য মাওলানা জোবায়ের।
এর আগে বৃহস্পতিবার বাদ আছর হতে আমবয়ানের মধ্যে দিয়ে ৫৪ তম ইজতেমা শুরু হয়।
তবে আজ শুক্রবার ফজর হতে ইজতেমার মূল কার্যক্রম শুরু হয়।
প্রথম পক্ষের আখেরি মোনাজাত শনিবার অনুষ্ঠিত হবে।
তবে একটু আগের সংবাদ হচ্ছে, সিলিন্ডার বিস্পোরন ঘটে প্রায় ১০০ জনের মত আহত হয়েছ।
বিস্ফোরণের শব্দে আতংকিত হয়ে দৌড়াদৌড়ি তে কেউ কেউ গরম ডাল,ভাত,গোস্তের ওপর পরে আহত হয়েছে।