আন্তর্জাতিক ডেস্কঃ দিন দিন আরো ভয়াল হয়ে উঠছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় বিশ্বে রেকর্ডসংখ্যক ১২ হাজার ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় বিশ্বে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৯ হাজার ২০৭ জন। এই মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৬ কোটি ৭ লাখ ৪ হাজার ৬৫২ জন। আর মৃত্যু হয়েছে ১৪ লাখ ২৫ হাজার ৯১৪ জনের। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৩০২ জনের। এছাড়া ব্রাজিলে ৬২০ ও ভারতে ৫১৮ জন মারা গেছে।
করোনা সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮০ হাজার ৯০৩ জন। পরিস্থিতি এত ভয়াবহ যে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে আর তিল ধারণের ঠাঁই নেই। তাই বাধ্য হয়ে করোনার রোগীরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালগুলোতে ঘুরে বেড়াচ্ছে।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ইতোমধ্যেই আড়াই লাখ ছাড়িয়ে গেছে। কোনোভাবেই মৃত্যু বা সংক্রমণ কমানো যাচ্ছে না দেশটিতে।
নভেম্বর থেকে ফেব্রুয়ারি এ কয়েক মাস অতিরিক্ত সাবধানতা অবলম্বনের ব্যাপারে আগেই সতর্ক করে দিয়েছিলেন বিশেষজ্ঞরা। শীতে করোনার সংক্রমণ মারাত্মক পর্যায়ে পৌঁছতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তারা। এখন সেটাই সত্য হয়ে উঠছে।