আন্তর্জাতিক ডেস্ক || ডিজিটাল বাংলা নিউজচলতি বছর বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষের স্বীকৃতি পেয়েছেন মার্কিন অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার জন ক্রাসিনস্কি। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত জনপ্রিয় সংবাদমাধ্যম পিপল ম্যাগাজিনের ২০২৪ সালের সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ নির্বাচিত হয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে ম্যাগাজিনটি ‘দ্য লেট শো উইথ স্টিফেন কলবার্ট’ এর অভিনেতা-লেখক-পরিচালককে বাছাই করে নাম ঘোষণা করেছে।
‘কোয়াইট প্লেস’ ফ্র্যাঞ্চাইজি চালু এবং অ্যাকশন সিরিজ ‘জ্যাক রায়ান’ এর নেতৃত্ব দেয়ার আগে ‘দ্য অফিস’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ক্র্যাসিনস্কি।
বিশ্বসেরা আকর্ষণীয় পুরুষের স্বীকৃতি পাওয়ার পর ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে রসিকতা করে তিনি বলেন, “আমি আশা করছি আমার স্ত্রী, সহ-অভিনেতা এমিলি ব্লান্ট, তাদের বাড়িতে ওয়ালপেপার হিসাবে কভারটি প্লাস্টার করে রাখবেন।”
প্রসঙ্গত, জন ক্রাসিনস্কি একজন মার্কিন অভিনেতা, পরিচালক এবং চিত্রনাট্যকার। কাগজের বিক্রয়কর্মী জিম হালপার্টের চরিত্রে অভিনয়ের জন্য প্রথম দর্শকদের মনোযোগ আকর্ষণ করেন তিনি। পরে তিনি একজন সফল পরিচালক হয়ে ওঠেন, বিশেষ করে হরর ফিল্ম এ কোয়ায়েট প্লেস এর জন্য পরিচিতি লাভ করেন। জন ক্র্যাসিনস্কি ২০০০ সালে কোনান ও’ব্রায়েনের সঙ্গে লেট নাইটে স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেছিলেন। ২০০৯ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৪৫ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি