সকল গুঞ্জনা ছাড়িয়ে 11 ই জুন চীনের লঞ্চ হতে চলেছে শাওমি মি ব্যান্ড ৫(MI Band 5)। অবশ্য এর আগে অনেকদিন ধরে শোনা যাচ্ছিল এবং আলোচনা হচ্ছিল এটা নিয়ে।
তবে সকল গঞ্জনা ছাড়িয়ে আগামী 11 ই জুন ডেট ফিক্স করা হয়েছে। এদিনে চীনে লঞ্চ করা হবে বহুল প্রতীক্ষিত শাওমির এই ফিটনেস ব্যান্ড টি। Mi band 4 এর মত আপকামিং Mi Band 5 ১.২ইঞ্চি স্লিম ভেজাল কাভর্ড অলেড ডিসপ্লে। চায়না বাজারে ডিভাইসটির মূল্য 175 চাইনিজ ইউয়ান। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2100 টাকা।
Mi Band 5 টি হলুদ লাল নীল ও কালো রংয়ের সাথে পাঁচটি ভিন্ন স্ট্যাম্পের সাথে স্ট্যাম্পের সাথে বাজারে আসবে। ব্যান্ড টিতে নিম্নে ফিচারগুলো পাওয়া যাবে।
(১) ডিভাইসটিতে spo2 সেন্সর থাকছে। ডিটারমাইন্ড স্যাচুরেশন ফাংশন, এর সাহায্যে রক্তে অক্সিজেনের পরিমাণ বা উপস্থিতি জানা যাবে।
(২) প্রথমবারের মত Mi Band 5 এ যোগ হতে যাচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। চাইনিজ ভেরিয়েন্ট গুলোতে থাকবে( শাওমি এ আই)।এবং গ্লোবাল গুলোতে (অ্যামাজনের আলেক্সা) ভয়েস অ্যাসিস্ট্যান্ট
(৩) চার্জিং সিস্টেমেও থাকছে প্রথমবারের মতো প্লাগইন চার্জার সিস্টেম।
(৪) চায়নার পাশাপাশি গ্লোবাল ভেরিয়েন্ট এ থাকছে এনএফসি সাপোট।
(৫) (i)পার্সোনাল অ্যাক্টিভিটি ইন্টেলিজেন্স ( পি,এ,আই)
(ii) ইন্ডেক্স ডিটারমিনেশন ফাংশন। একটি কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি গড়ে ২৫% কমিয়ে আনে।
এই ফিচারটি আপনার পালস এবং বৈশিষ্ট্য অনুযায়ী রেজাল্ট দিবে।
(৬) মিউজিক রিমোট ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন।
(৭) 11 টি নতুন স্পোর্টস অ্যাক্টিভিটি ট্রাকিং।