আন্তর্জাতিক ডেস্কঃ গত দুইবারের রেকর্ড ভেঙ্গে বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক বিমান নিয়ে এলো রোলস রয়েস। ‘স্পিরিট অব ইনোভেশন’ নামের বিমানটি ঘণ্টা প্রতি ৩৪৫.৪ মাইল বা ৫৫৫.৯ কিলোমিটার গতিবেগে ৩ ঘণ্টার পথ পাড়ি দেয়। এছাড়া, ঘণ্টা প্রতি ৩৩০ মাইল বা ৫৩২.১ কিলোমিটার বেগে ১৫ কিলোমিটার পথ পাড়ি দেয়।
‘দ্যা ওয়াল্ড এয়ার স্পেস ফেডারেশন’ পরীক্ষামূলক এই অভিযান চালায় গত বছরের নভেম্বরে। এটিকে তাদের যুগান্তকারী অর্জন বলে মনে করছে রোলস রয়েস।কার্যক্রম শুরু করলে ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির এই বিমানটির গতিবেগ হবে ঘণ্টা প্রতি ৩৮৭.৪ মাইল বা ৬২৩ কিলোমিটার।
তবে, আনুষ্ঠানিকভাবে এই গতিবেগ রেকর্ড করা হয়নি। যুক্তরাজ্য সরকার দ্বারা সমর্থিত প্রকল্পটি এক্সিলারেটিং দ্য ইলেকট্রিফিকেশন অফ ফ্লাইট (এসিসিইল) এর আওতাধীন।
বিমানটি তৈরিতে চারশত বৈদ্যুতিক কিলোওয়াট শক্তি ব্যবহৃত হয়েছে যা ৫৩৫ বিএইচপি সুপারকারের সমান। এই প্রকল্পটি বাস্তবায়েনের ফলে ‘জেট জিরো’ বাস্তব রূপ পাবে। এতে করে কার্বন নিঃসরণ না করে যানবাহন চলাচল আরও এক ধাপ এগিয়ে যাবে।
খবরঃ জিও টিভি।