আভিজাত্য ও ক্ষমতা প্রদর্শনের জন্য যুগে যুগে মানুষ বহু সুউচ্চ ভবন নির্মাণ করেছে। উঁচু ভবনের জন্য খ্যাতি রয়েছে দুবাইয়ের। সংযুক্ত আরব আমিরাতের এই শহরেই বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার অবস্থান। মরুভূমির শহরটিতে এবার নির্মিত হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবনও।
বুধবার (৫ সেপ্টেম্বর) রিয়েল এস্টেট ফার্ম আজিজি ডেভেলপমেন্টস ঘোষণা করে, গগনচুম্বী ভবনটির উচ্চতা হবে ৭২৫ মিটার (২৩৭৯ ফুট)।
১.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বুর্জ আজিজি আগামী চার বছরের মধ্যে ২০২৮ সালে শেষ হবে বলে আশা প্রকাশ করেছে রিয়েল এস্টেট কোম্পানিটি। পরিকল্পনা অনুযায়ী বুর্জ আজিজি দুবাইয়ের পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জন্য অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। ভবনটিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, পেন্টহাউস, একটি ৭ তারকা হোটেল, শপিং মল, বিলাসবহুল ফাইন ডাইনিং রেস্তোঁরা এবং দুবাইয়ের দৃশ্য দেখার জন্য একটি পর্যবেক্ষণ ডেক থাকবে।
বুর্জ আজিজির উচ্চতা
যদিও বুর্জ আজিজিকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন করার পরিকল্পনা করা হয়েছে, তবে এর সঠিক উচ্চতা প্রকাশ করা হয়নি, কারণ এটি এখনো কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যেহেতু বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের মর্যাদা ধরে রেখেছে, তাই বুর্জ আজিজি ৮২৮ মিটারের বেশি উঁচু হবে না। এর উচ্চতা অবশ্যই ৬৭৯ মিটার অতিক্রম করবে, যা বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন মালয়েশিয়ার ‘মারদেকা-১১৮’র উচ্চতার সমান।
দুবাইয়ের মধ্যে বুর্জ আজিজি অবশ্যই দুবাই মেরিনায় অবস্থিত আমিরাতের দ্বিতীয় উচ্চতম এবং তৃতীয় লম্বা টাওয়ারের চেয়ে লম্বা হবে। এই টাওয়ারগুলো হলো ‘মেরিনা ১০১’ ও ‘প্রিন্সেস টাওয়ার’, যার উচ্চতা যথাক্রমে ৪২৫ মিটার এবং ৪১৩ মিটার। এছাড়া বুর্জ আজিজি ফ্রাঙ্ক মুলার এটারনিটাস টাওয়ারের চেয়েও লম্বা হবে, যা বর্তমানে নির্মাণাধীন এবং ২০২৭ সালে কাজ শেষ হবে। এই টাওয়ারটি বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ক্লক টাওয়ার হওয়ার উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে।
আজিজি ডেভেলপমেন্টস জানায়, টাওয়ারটি বিশ্বের সর্বোচ্চ হোটেল লবি (১১ তলা), বিশ্বের সর্বোচ্চ নাইটক্লাব (১২৬ তলা) এবং বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণ ডেকসহ (১৩০ তলা) বেশ কয়েকটি রেকর্ড তৈরি করবে বলে আশা করা হচ্ছে। ভবনটি দুবাইয়ের সর্বোচ্চ উচ্চতায় রেস্তোঁরার রেকর্ড অর্জন করবে অর্থ্যাৎ বুর্জ খলিফার ১২২ তলার অ্যাটমোস্ফিয়ারের চেয়ে উঁচু হবে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম