সারা বিশ্বের প্রায় সব অঞ্চলের জন্য সৌদি আরবের তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে এবং গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আরও কমে যাওয়ায় বিশ্ববাজারে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। খবর-রয়টার্স।
আজ সোমবার (৬ মে) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে সরবরাহ হতে যাওয়া ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম সোমবার ৫১ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৪৭ ডলারে পৌঁছেছে। একইসঙ্গে ৫৩ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও। এর ফলে এ তেলের দাম ব্যারেলপ্রতি ঠেকেছে ৭৮ দশমিক ৬৪ ডলারে।
আরো জানা গেছে, গত সপ্তাহে ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় জ্বালানি তেলের দাম ৭ দশমিক ৩ শতাংশ কমেছিল। কিন্তু সপ্তাহের শুরুর এদিন সেই ধারা ভেঙে আবার ব্রেন্ট ক্রুডের দাম বাড়ানো হয়েছে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৭ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি